[Bengali]: পশ্চিমবঙ্গে দুর্গাপূজা 2017 এর আবহাওয়া পূর্বাভাস

September 26, 2017 4:00 PM | Skymet Weather Team

আবহাওয়ার পূর্বাভাস: আমরা বাঙালিরা পুরো বছর অপেক্ষায় থাকি দূর্গা পূজার এই চারটা দিনের জন্য। সমস্ত দুঃখ কষ্ট ভুলে আপামর জনসাধারণ এক অনাবিল আনন্দে বিভোর থাকে এই কটা দিন।

মা দূর্গা এবার দোলায় আসছেন তাই বৃষ্টির আশঙ্কা তো ছিলই, সত্যি কি আমাদের আনন্দ বিঘ্নিত হবে বৃষ্টির জন্য। কেমন কাটবে পুজোর চার দিন ;-
ষষ্ঠী: হালকা দু এক পশলা বৃষ্টি হাতে পারে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। কলকাতাসহ বাকি জেলার আবাহাওয়া সাধারণত শুষ্ক থাকবে

সপ্তমী :- জলপাইগুড়িতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হাতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান ছাড়া কলকাতাসহ রাজ্যের বাকি জেলায় দু এক পশলা হালকা বৃষ্টি হাতে পারে।

অষ্টমী :- মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দুই দিনাজপুরে ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও রাজ্যের বাকি জেলায় হালকা কয়েক পশলা বৃষ্টি হাতে পারে।

[yuzo_related]

নবমী :- মুর্শিদাবাদ ও মালদাতে দু এক পশলা ভালো বৃষ্টি হবে। বাঁকুড়া ও পুরুলিয়া ছাড়া কলকাতাসহ রাজ্যের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দশমী :- উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কুচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমে অব হাওয়া শুষ্ক থাকবে।কলকাতাসহ রাজ্যের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Image Credit: www.india.com

Any information taken from here should be credited to skymetweather.com

OTHER LATEST STORIES